Khoborerchokh logo

গাজীপুরে ঝুঁকিপূর্ণ ভবনের নোটিশ প্রদান করায় রাজউকের বিল্ডিং পরিদর্শককে মেরে ফেলার হুমকি । 147 0

Khoborerchokh logo

গাজীপুরে ঝুঁকিপূর্ণ ভবনের নোটিশ প্রদান করায় রাজউকের বিল্ডিং পরিদর্শককে মেরে ফেলার হুমকি ।


রনি আহম্মদ

  গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবৈধভাবে রাজউকের কোন অনুমতি ছাড়াই ভবন নির্মাণ কাজ বন্ধ করার জেরে রাজউক কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে ভবন মালিক মাসুদ হাসান।
   রাউজকের নোটিশকে তোয়াক্কানা করেই নির্মাণ কাজ চলমান রাখায় রাজউক কর্তৃপক্ষ প্রথম দফায় জি এমপি‘র বাসন থানায় অভিযোগ করেন।অভিযোগ সূত্রে পুলিশ গিয়ে কাজ বন্ধ করার জন্য বলেন ।
পরবর্তীতে কাজ চলমান রাখায় রাজউক রাজউক কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় বাসন থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন।
তারই প্রেক্ষিতে ভবন মালিক মাসুদ হাসান ক্ষিপ্ত হয়ে রাজউকের গাজীপুর জোনাল অফিসের বিল্ডিং পরিদর্শক মোঃ মনিরুজ্জামান কে মুঠোফোনে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।
বিল্ডিং পরিদর্শক মোঃ মনিরুজ্জামান জানান, রাজউকের অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ ভাবে বহুতল ভবনের নির্মাণ চালিয়ে আসছিল ভবন মালিক মাসুদ হাসান। পরে, আমরা নিয়মতান্ত্রিক ভাবে ভবনের মালিক মাসুদ হাসানকে নির্মাণ কাজ বন্ধ রাখতে নোটিশ প্রদান করি। তারই প্রেক্ষিতে মাসুদ হাসান আমাকে মুঠোফোন অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে হত্যার পর বস্তা বন্ধি করে গুম করবেন বলে হুমকি প্রদান করেন। গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবৈধভাবে রাজউকের কোন অনুমতি ছাড়াই ভবন নির্মাণ কাজ বন্ধ নোটিশ প্রদান করার জেরে রাজউক কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে ভবন মালিক মাসুদ হাসান।
ঘটনা সুত্রে জানা যায়, কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চলমান রাখায়, রাজউক কর্তৃপক্ষ ভবনের কাজ বন্ধ রাখার জন্য নোটিশ প্রদান করেন।
বিল্ডিং পরিদর্শক মোঃ মনিরুজ্জামান জানান, রাজউকের অনুমতি ছাড়া ঝুঁকিপূর্ণ ভাবে বহুতল ভবনের নির্মাণ চালিয়ে আসছিল ভবন মালিক মাসুদ হাসান। পরে, আমরা নিয়মতান্ত্রিক ভাবে ভবনের মালিক মাসুদ হাসানকে নির্মাণ কাজ বন্ধ রাখতে নোটিশ প্রদান করি। তারই প্রেক্ষিতে মাসুদ হাসান আমাকে মুঠোফোন অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে হত্যার পর বস্তা বন্ধি করে গুম করবেন বলে হুমকি প্রদান করেন।তিনি আরও জানান,প্রথম নোটিশ প্রাপ্তির পরও তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চালায় এবংনোটিশ প্রাপ্তির কথা অস্বীকার করেন ।আজ শুক্রবার সকাল ১০ ঘটিকার দিকে রাজউকের বিধি মোতাবেক দ্বিতীয় নোটিশ প্রদান করতে গিয়ে দেখতে পাই ১০-১৫ জন নির্মাণ শ্রমিক কাজ করছিল । অবস্থাদৃষ্টে জি এম পি‘র বাসন থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে দেন ।উৎসুক জনতা এবং পুলিশ চলে যাওয়ার ৩০মিনিট পর ভবন মালিক মাসুদ হাসানের নির্দেশে যথারীতি কাজ শুরু করে নির্মাণ শ্রমিকরা ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com